মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাট করতে নেমেছিলেন মমিনুল হক। সেদিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ, এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। আজ চতুর্থ দিনে খেলা মাঠে গড়ালে ৪০ রানে অপরাজিত থাকা মমিনুল মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাট করতে নামেন।
চতুর্থ দিনে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি একেবারেই। দ্রুতই তিন উইকেট হারায় টাইগাররা। শুরুতেই মুশফিক আউট হওয়ার পর লিটন দাস এবং সাকিব আল হাসানও ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি। এদিকে একপ্রান্তে আসা-যাওয়া চলতে থাকলেও অপরপ্রান্ত আগলে রেখেছিলেন মমিনুল। অভিজ্ঞ এই ব্যাটার দিনের শুরুতেই নিজের অর্ধশতক পূরণ করার পর মধ্যাহ্নবিরতির আগেই তুলে নিয়েছেন শতকও। মমিনুল দূর্দান্ত শতকের পর বিরাট কোহলি নিজে থেকেই মমিনুলের কাছে গিয়ে হ্যান্ডশেক করেন এবং তাকে অভিনন্দন জানান।