মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
এক জন ৬৩২ দিন পরে টেস্ট খেলতে নেমেছিলেন। অন্য জন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরে নেমেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন দু’জনেই। ১৬৭ রানের জুটি বেঁধেছেন ঋষভ পন্থ ও শুভমন গিল। এই জোড়া শতরানের রহস্য ফাঁস করলেন পন্থ।
বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। তখন শুভমন ব্যাট করছিলেন। তাঁর সঙ্গে ব্যাট করতে নামেন পন্থ। তিনি যখন আউট হন তখন দলের রান ২৪৪। তার মাঝে ১০৯ রানের ইনিংস খেলেছেন পন্থ। তিনি আউট হওয়ার পরে শতরান করেন শুভমন। ১১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। পন্থের মতে, মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বের জন্যই এত ভাল ইনিংসে খেলতে পেরেছেন তাঁরা। মাঠে তাঁদের বোঝাপড়া এত ভাল হয়েছে।