মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
বহুল সমালোচিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে কলকাতার একটি পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনকে দেখা গেছে।
যার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছিল, সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। তিনি কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তা জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম জানান, ‘গণমাধ্যমের খবরে দেখেছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তবে তাদের দেশত্যাগের কোনো তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে নেই।’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। যেহেতু ইমিগ্রেশনে কোনো তথ্য নেই, তারা অবৈধ পথে সীমান্ত পেরিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো হেঁটে, গাড়িতে বা স্থলপথে সীমান্ত অতিক্রম করেছেন।’
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসও জানান, তাদের কাছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের দেশত্যাগের কোনো তথ্য নেই। মঙ্গলবার (১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা যায়। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজী সেলিমের এক ছেলেও ছিলেন।
এ বিষয়ে র্যাবের কোনো উদাসীনতা আছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ‘আমাদের দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ কাজ করছি এবং এ ব্যাপারে কোনো গাফিলতি নেই।’