মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
বরিশালে মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় সাগর উদ্দিন মন্টি নামে এক ওয়ার্ড বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মন্টির বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে, যেখানে আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক।
গত ১৮ সেপ্টেম্বর দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এসময় তাকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী ওই দিনই মন্টি ও তার সহযোগী শাকিব হোসেনসহ ৪-৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
এরপর, হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করে মসজিদের মুসল্লিরা।
এই ঘটনার তদন্তে সাগর উদ্দিন মন্টির অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার পর মহানগর বিএনপি তাকে ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে, একইভাবে আরমান সিকদার নুন্নাকেও ওই ওয়ার্ডের সদস্য সচিব পদ থেকে অপসারণ করা হয়।