বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ (বিপিএল) ২০২৪-এর অন্যতম আকর্ষণীয় মুহূর্ত সিলেটে আসতে যাচ্ছে, যেখানে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। ঢাকার পর এবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই সঙ্গীত উৎসবে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় রক সংগীত শিল্পী জেমস এবং গায়ক আসিফ আকবর।
ঢাকায় বিপিএল মিউজিক ফেস্টের প্রথম আয়োজনে পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সিলেটে রাহাত ফতেহ আলী খান উপস্থিত থাকবেন না। তার পরিবর্তে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি জেমস এবং আসিফ আকবর। তাদের সঙ্গে আরও পারফর্ম করবেন মুজা, সঞ্জয় এবং তোশিবা।
২৫ ডিসেম্বর সিলেটের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টে স্থানীয় এবং দেশি-বিদেশি দর্শকরা উপস্থিত হতে পারবেন। মিউজিক ফেস্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাবে। গ্যালারিতে বসে কনসার্ট উপভোগ করতে খরচ হবে সর্বনিম্ন ৫০০ টাকা। সিলভার ক্যাটাগরিতে টিকিটের মূল্য ১ হাজার ৫০০ টাকা, আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের মূল্য ৪ হাজার টাকা।
টিকিট সংগ্রহের জন্য ভক্তরা সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি অথবা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথ থেকে সরাসরি কিনতে পারবেন। এছাড়া, অনলাইনে টিকিফাইয়ে টিকিট পাওয়া যাবে।
স্টেডিয়ামে প্রবেশ শুরু হবে দুপুর আড়াইটায়, এবং দর্শকরা বিকেল ৫টার মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। বিপিএল মিউজিক ফেস্টের এই কনসার্টের মাধ্যমে সিলেটে বিপিএল উৎসবের আনন্দ আরও বেড়ে যাবে।