বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
প্রথম টেস্টে বাংলাদেশকে একপ্রকার উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। কানপুর টেস্টের আগেই একাধিক তারকাকে ছেড়ে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট-এ থাকছেন না সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং যশ দয়াল। ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে, লখনউয়ে ১ অক্টোবর ইরানি কাপ শুরু হচ্ছে। এই কাপে খেলবে মু্ম্বই আর রেস্ট অফ ইন্ডিয়া টিম। সেই ঘরোয়া ক্রিকেটেই খেলবেন জাতীয় দলের তিন তারকা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চলতি টেস্ট সিরিজের ১৬ জনের স্কোয়াডে আছেন সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং যশ দয়াল। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে।
সেই টেস্ট-এর স্কোয়াড থেকে বাদ দিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই/BCCI) ইরানি কাপে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন রেস্ট অফ ইন্ডিয়া স্কোয়াডে জুরেল, দয়ালদের রেখেছে। পাঁচ দিন ধরে লখনউয়ের শ্রী অটলবিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে ইরানি কাপের ওই ম্যাচ হবে। যে তিন তারকাকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হল, তার মধ্যে সরফরাজ অবশ্য খেলবেন রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের হয়ে। কারণ, সরফরাজ রঞ্জিজয়ী মুম্বই দলের সদস্য।
যদিও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ইতিমধ্যেই ইরানি ট্রফিতে তাদের ১৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তবে সেখানে তারা সরফরাজ আর শিবম দুবেকে রাখেনি। এমসিএ বিবৃতিতে জানিয়েছে, জাতীয় দল থেকে ছাড়া হলেই দুবে আর সরফরাজকে স্কোয়াডে ঢোকানো হবে। তবে, সরফরাজকে ছাড়লেও দুবেকে ছাড়েনি বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে সম্ভবত দুবে জাতীয় দলে থাকবেন। ১ অক্টোবর দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর, ৬ অক্টোবর শুরু হবে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। সেই সিরিজেই খেলার কথা দুবের।
সরফরাজ খান, ধ্রুব জুরেল, যশ দয়াল সিরিজের প্রথম টেস্ট-এ ভারতীয় একাদশে ছিলেন না। দ্বিতীয় টেস্ট-এও তাঁদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। একথা মাথায় রেখেই বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, এই তিন তারকা প্রথম একাদশে না থাকায় তাঁদের জাতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে বিসিসিআই বিবৃতিতে বলেছে, ‘ধ্রুব জুরেল আর যশ দয়ালকে রেস্ট অফ ইন্ডিয়া টিমে রাখা হয়েছে। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তাঁরা ভারতীয় দলের একাদশে থাকছেন না। ২য় টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হবে। সরফরাজ খানকেও মুম্বইয়ের হয়ে খেলার জন্য জাতীয় দলের স্কোয়াড থেকে ছাড়া হবে। কানপুরের টেস্ট-এ সরফরাজও থাকছেন না।’