মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
দেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে ছাত্র-জনতার আন্দোলনের পর। বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বিপিএলেও নতুন অনিশ্চয়তা দেখে দিয়েছে। আয়ের ভাগ চেয়ে বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর।
নতুন তিন ফ্রাঞ্চাইজি (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ৩ জন করে লোকাল প্লেয়ার ডিরেক্ট সাইনিং করতে পারবে।
>পুরনো ফ্রাঞ্চাইজি ২ জন করে লোকাল প্লেয়ার রিটেইন ও একজন করে ডিরেক্ট সাইনিং করতে পারবে।
>সাত (০৭) ফ্রাঞ্চাইজি ৪ জন করে বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করতে পারবে।
>তবে বিপিএল চলাকালে আরো কয়েকটি বিদেশি লীগ চলার কারণে কমপক্ষে আরো দুজন করে বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করার সুযোগ পাবে।
>প্লেয়ার্স ড্রাফট লিস্ট থেকেও বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করার সুযোগ আছে।
>এই প্রথম বিসিবি বিপিএলে অংশগ্রহণকারী ৭ দলকে মিটিংয়ে ডেকে রুলস সম্পর্কে মতামত নিয়েছে।
রুলস এখনো ফাইনাল হয়নি।
>প্লেয়ার্স ড্রাফট ১৪ই অক্টোবর ২০২৪ এখন পর্যন্ত চূড়ান্ত।
>ভ্যালেন্টাইন্স গ্রুপ রাজশাহীর মালিকানা রুপা গ্রুপের কাছে হস্তান্তর করেছে। রুপা গ্রুপ ২০২৩ বিপিএলে ঢাকা ডমিনেটর্স টিম পরিচালনা করেছে।