সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বিস্তর অবসর তাঁর। দম আটকানো গরমেও মিরপুরে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তিনি।
মোটের ওপর যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা প্রসন্ন যায়নি রিয়াদের। ৭ ম্যাচে ১৫.৮৩ গড় আর ৯৪.০৫ স্ট্রাইক রেটে মোটে ৯৫টা রানই করতে পেরেছিলেন।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান নিয়ে রিয়াদ নিঃসন্দেহে ভারত সিরিজে জাতীয় দলে জায়গা করার অন্যতম দাবিদার। ১৩৮টা ম্যাচে ২৩.৭০ গড়ে ২৩৯৪ রান আছে তাঁর ঝুলিতে।
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশের টি-টোয়েন্টি দল। একদিকে ৩৮-এর রিয়াদ যেমন আছেন, অন্যদিকে ২৪-এর শামীম। বিশ্বকাপে খেলা না হলেও সম্প্রতি এইচপি দলের হয়ে ভালোই ছন্দে আছেন শামীম।
অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টোয়েন্টিতে ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ রানস্কোরার। ৮ ম্যাচে সাড়ে ৪৬ গড়ে ১৮৬ রানে দলের রানার্স আপ হওয়ায় রেখেছিলেন বড় ভূমিকা।
সেই ফল্গুধারা অব্যাহত রাখার প্রয়াসে বল মেশিনের সামনে ব্যাট চালিয়েছেন শামীম। সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছিলেন গেল বছর নিউজিল্যান্ডে, থার্টি ফার্স্ট নাইটে।
গেল বছর ৯ ম্যাচে অবশ্য সাড়ে বত্রিশ গড়ে খেলেছেন তিনি। স্বভাবতই লাল-সবুজের জার্সিতে ফেরার জন্যে মুখিয়ে আছেন শামীম।
শুধু রিয়াদ-শামীমই নন, কাটার মাস্টার ফিজ, পারভেজ ইমন, তানজিম সাকিব আর রিপন মন্ডলরাও ছিলেন এই ক্যাম্পে। টি টোয়েন্টি দলের একটা অংশ অবশ্য ভারতেই অবস্থান করছেন টেস্ট সিরিজ খেলতে।
কানপুরে দ্বিতীয় টেস্ট শেষ হলে পরে ৬ অক্টোবর গোয়ালিয়রে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ৯ ও ১২ তারিখে পরের দুটো ম্যাচ হবে দিল্লী আর হায়দরাবাদে।
সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টি স্পোর্টসের পর্দায় দেখতে পাবেন সবগুলো ম্যাচই।