সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
বাকি মাত্র ২২ দিন। এই সময়ের মধ্যে আইপিএলের ১০টি দলেরকে জানাতে হবে, তারা কাদের ধরে রাখবে। এরপর হবে আইপিএলের বড় নিলাম। ধরে রাখা ক্রিকেটারদের তালিকা নিয়ে চলছে নানা জল্পনা। কিছু চমক থাকতে পারে, যেমন রোহিত শর্মার বেতন কমতে পারে। গতবার তিনি ১৫ কোটি টাকা পেয়েছিলেন, এবার তা ১ কোটি কমে যেতে পারে। মহেন্দ্র সিংহ ধোনির বেতনও ৬৬ শতাংশ কমতে পারে নিলামের আগে।
এবারের নিলামের আগে, প্রতিটি দল সর্বাধিক ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যার মধ্যে অন্তত একজন ঘরোয়া ক্রিকেটার থাকতে হবে। চাইলে ছয়জনের কম ক্রিকেটারও ধরে রাখা যাবে। বাকিদের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নিলামে কিনতে হবে। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটাররা এবার ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচিত হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই।
নিলামের আগে, প্রথম পছন্দ হিসেবে কোনো ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে দলটিকে ১৮ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় পছন্দের জন্য ১৪ কোটি ও তৃতীয় পছন্দের জন্য ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দের ক্রিকেটারকেও ১৮ কোটি টাকা দিতে হবে, পঞ্চম পছন্দের জন্য ১৪ কোটি এবং ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে ৪ কোটি টাকা দিতে হবে।
চেন্নাই সুপার কিংস— মহেন্দ্র সিংহ ধোনি ২০১৯ সালে অবসর নেওয়ায় তাকে ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরা হবে, এবং চেন্নাই এই সুযোগ নিতে পারে। তাহলে ধোনি পাবেন ৪ কোটি টাকা, যা গতবারের তুলনায় ৬৬ শতাংশ কম। চেন্নাই মোট পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, তারা হলেন:
প্রথম পছন্দ (১৮ কোটি)— রুতুরাজ গায়কোয়াড়
দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শিবম দুবে
তৃতীয় পছন্দ (১১ কোটি)— মাথিশা পাথিরানা
চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রবীন্দ্র জাডেজা
ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— মহেন্দ্র সিংহ ধোনি