সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
ভারতের শীর্ষ শিল্পপতি রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন, রেখে গেছেন ৩৮০০ কোটির সম্পত্তি। তার উত্তরসূরি কে হবেন, এ নিয়ে নানা আলোচনা চলছে।
রতন টাটার জন্ম ১৯৩৭ সালে মুম্বাইতে। বুধবার (৯ অক্টোবর) রাতে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দীর্ঘ ও সফল জীবনে তিনি ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মবিভূষণ’ সম্মাননা অর্জন করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টাটা ট্রাস্টের বিভিন্ন দাতব্য কার্যক্রমে লিয়া, মায়া এবং নেভিল টাটা—এ তিনজনকে রতন টাটা সমর্থন করেছেন। এই ট্রাস্টগুলো টাটা পরিবারের দাতব্য কর্মকাণ্ডে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। টাটা পরিবারের তরুণ প্রজন্ম বর্তমানে বিভিন্ন জনহিতকর সংস্থার বোর্ডে আছেন।
লিয়া টাটা: ৩৯ বছর বয়সী লিয়া টাটা টাটা গ্রুপের Hospitality সেক্টরে কাজ করেন এবং তাজ হোটেল রিসোর্টের কার্যক্রম পরিচালনা করেন।
মায়া টাটা: ৩৪ বছর বয়সী মায়া টাটা বর্তমানে টাটা ডিজিটাল এবং অন্যান্য সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সম্প্রতি টাটা নিউ অ্যাপ চালুর কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
নেভিল টাটা: ৩২ বছর বয়সী নেভিল টাটা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং তিনি ট্রেন্ট লিমিটেডের অধীনে স্টার বাজারের প্রধান।
রতন টাটার চলে যাওয়ার পর টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ কাদের হাতে যাবে, সেই প্রশ্ন ঘিরে চলছে নানা আলোচনা। নোয়েল, নেভিল, লিয়া, না মায়া—এই ঐতিহাসিক সাম্রাজ্যের পরবর্তী কর্ণধার কে হবে, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন।
রতন টাটার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি কথা বলেননি। একাধিক সম্পর্কের কথা বললেও বিয়ের সাহস পাননি। তার মতে, বাবা-মায়ের বিচ্ছেদই তাকে এই ভয় দিয়েছে। ২০১১ সালে তিনি জানান, তার জীবনে চারবার বিয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে নানা কারণে তা সম্ভব হয়নি।