শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
আইপিএলের চলতি আসরে একের পর এক দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংসের। টানা চার হারে পয়েন্ট তালিকার নিচে নেমে যাওয়া, এর ওপর আবার অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে গেলেন পুরো আসর থেকেই। কনুইয়ের চোটে আইপিএল ২০২৫ থেকে বাদ পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে আবারও অধিনায়কত্বের ভার তুলে নেওয়া হলো মহেন্দ্র সিং ধোনির হাতে।
চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন, রুতুরাজের ইনজুরি গুরুতর। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে জোফরা আর্চারের একটি বাউন্সার তার কনুইয়ে লাগে, সেখান থেকেই শুরু হয় এই চোটের জটিলতা। ১১ দিন আগে পাওয়া সেই চোট নিয়েই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন রুতুরাজ। কিন্তু এখন আর খেলতে পারছেন না, ছিটকে গেছেন পুরো মৌসুম থেকে।
তাঁর পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন দলের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যিনি চেন্নাইকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দিয়েছেন। আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই, আর এ ম্যাচ দিয়েই এবারের আসরে প্রথমবার ধোনিকে দেখা যাবে নেতৃত্বে।
৪৩ বছর বয়সে ফের অধিনায়কত্বে ফেরা ধোনি আগের ম্যাচে ব্যাট হাতে লড়াই করলেও জয়ের মুখ দেখতে পারেননি। তবে তার অভিজ্ঞতা দলের জন্য বড় ভরসা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে রুতুরাজের হঠাৎ সরে যাওয়া ঘিরে উঠছে নানা প্রশ্ন। চোটই কি একমাত্র কারণ, নাকি দলীয় ব্যর্থতার জেরেই তাঁকে সরানো হয়েছে—তা নিয়ে চলছে জল্পনা। ঠিক যেমনটা হয়েছিল ২০২২ সালে, যখন ধোনি নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন জাদেজাকে। তবে মৌসুমের মাঝপথে দলের বাজে পারফরম্যান্সের কারণে আবার ধোনিকে ফেরানো হয়। সেবার বলা হয়েছিল, জাদেজা স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, তবে পরে ইনজুরির কারণেও আর খেলতে পারেননি।
এবারও কি একই কাহিনি ফিরে আসছে? তা সময়ই বলবে। তবে আপাতত, চেন্নাইয়ের আশা এখন সেই পুরোনো নাম—এম.এস. ধোনির অভিজ্ঞতায় নতুন করে জয়ের ধারায় ফেরার।