সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
ম্যাচ জিততে হলে সাব্বিরের দলের প্রয়োজন ১৯ বলে ৩০ রান, ঐসময় স্ট্রাইকে থাকা সাব্বির একটি স্লোয়ার বল সিংগেল নিয়ে ঐপাশে চলে যান। সাব্বির ওপাশে পৌঁছাতে পৌঁছাতে বল ফিল্ডারের হাতে চলে গেছে কিন্তু দাসুন শানাকা জোর করে ডাবল রান নিতে গিয়ে সাব্বিরের পাশে এসে দাড়িয়ে আছে ঐদিকে বল কিন্তু ফিল্ডারের হাতে।
বেচারা সাব্বিরের তখন বাধ্য হয়ে জায়গাটা ছেড়ে দিতে হলো এবং আকাশের দিকে তাকিয়ে রান আউট হয়ে চলে গেলেন। এ ছাড়া আর কিবা করতেন সাব্বির? দলের স্বার্থে নিজের উইকেট বিলিয়ে দিলেন তিনি। কারণ তখন শানাকা তখন স্ট্যাল ব্যাটসম্যান। ১০ বলে ২৩ রান করে উইকেটে ছিলেন। আর সাব্বির কেবল উইকেটে এসেছিলেন। তাই দলের স্বার্থে সাব্বির নিজের জায়গা ছেড়ে দিয়ে শানাকাকে আউট হওয়া থেকে রক্ষা করেন। সাব্বিরে বিসর্জন জলে যায় নি। তার দল ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে অধিনায়ক শানাকা সাবিব্ব রহমানের প্রশংসা করে তাকে ম্যাচ জয়ে কৃতিত্ব দেন। তিনি বলেন, “সে ক্রিকেটকে সম্মান করতে জানেন। তাই সে এই কাজটা করতে পেরেছে। সে বুঝে শুনেই তার জায়গা ছেড়ে দিয়েছে। এখানে তার কৃতিত্ব দিতেই হবে।”
সাব্বির প্রথম ম্যাচে জিমি নিশামের কারণে রান আউট হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পায়নি এবং তৃতীয় ম্যাচে আবার রান আউট হয়েছে।