বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
লক্ষ্য ছিল মাত্র ৬৩ রান, কারণ ঢাকা মেট্রো অলআউট হয়ে গেছে ৬২ রানে। ছোট সেই লক্ষ্য তাড়া করতে নেমেও রংপুর হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষপর্যন্ত – রানের জয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আকবর। প্রথম ওভারে স্কোর বোর্ডে যখন ৪ রান, তখনই সাজঘরে ফেরেন ইমরানউজ্জামান। পরের ওভারে দলীয় ৬ রানে সাজঘরে অধিনায়ক নাঈম, আসর জুড়ে ছন্দে থাকলেও যিনি ফাইনাল রাঙাতে ব্যর্থ। দলীয় ৮ রানে আনিসুল ইসলাম ইমন ও আমিনুল ইসলাম বিপ্লবকেও হারিয়ে ফেলে ঢাকা মেট্রো। এমনকি দলীয় ১৬ রানে ৫ম উইকেট হারালে চলে যায় একেবারেই ব্যাকফুটে।
চাপের মুখে দলের হাল ধরার চেষ্টা করেন শামসুর রহমান শুভ ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ওয়ানডে মেজাজে খেলেও দুজনের কেউই ক্রিজে থিতু হতে পারেননি। শামসুর ২৮ বলে ১৪ ও মোসাদ্দেক ১৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন দলীয় ৩৮ রানের মধ্যে। তাতে দলীয় রানের অর্ধশতক নিয়েই পড়ে যায় টানাটানি।
তবে আবু হায়দার রনির কল্যাণে সেই লজ্জায় পড়তে হয়নি। ১৩ রান করে দলকে এনে দেন ৬২ রানের পুঁজি। ১৬.৩ ওভারে ৬২ রানে সব উইকেট হারায় মেট্রো। রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলাম মুগ্ধ দুজনই ১২ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে রংপুর। এনামুল হক এনাম ৯ বলে ১৪ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন দলের জয়। এছাড়া ১১ বলে ১৪ রান করেন আরিফুল হক। ১১.২ বলে ৫ উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর। মেট্রোর পক্ষে আলিস শিকার করেন জোড়া উইকেট।