বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
মাত্র ক’দিন আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ব্যাট হাতে ঝড় তোলা শামীম পাটোয়ারি এই চিটাগংয়ের হয়েই মাতাবেন বিপিএল। আছেন বিশ্বকাপজয়ী আরেক যুব তারকা পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের তরুণ সেনসেশন হায়দার আলীও হতে পারেন আস্থার প্রতীক। মোহাম্মদ মিঠুন ছাড়াও উইকেটরক্ষক হিসেবে আছেন পাকিস্তানি হার্ডহিটার উসমান খান।
অলরাউন্ডাররাই দলের মুল শক্তি। তাই সাকিব না থাকলেও খুব একটা কমছে না দলের শক্তি। আছেন মঈন আলী, নাঈম ইসলাম, টাইমড আউট কাণ্ডের শিকার লঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস। বোলিং ইউনিটেও তারকার ছড়াছড়ি। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের সাথে আছেন আলিস আল ইসলাম। বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিওর, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধাদের নিয়ে বেশ কয়েকটি কম্বিনেশন সাজানো যাবে যেকোনো দিন, যেকোনো ম্যাচে।
৩১ ডিসেম্বর বছরের শেষ দিন আর বিপিএলের দ্বিতীয় দিন মাঠে নামবে চিটাগং, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এবার দলটির প্রধান কোচ হিসেবে আছেন শন টেইট, অ্যাম্বেসেডর ও পরামর্শক শহীদ আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গ্লেমারের উপস্থিতি বাড়াতে অফিসিয়াল হোস্ট হিসেবে উড়িয়ে আনা হয়েছে কানাডার লাস্যময়ী মডেল ইয়েশা সাগরকে।
একনজরে চিটাগং কিংসের স্কোয়াড
ব্যাটারঃ হায়দার আলী, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মার্শাল আইয়ুব
উইকেটরক্ষকঃ উসমান খান, মোহাম্মদ মিঠুন
অলরাউন্ডারঃ সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মঈন আলী, নাঈম ইসলাম, রাহাতুল ফেরদৌস
বোলারঃ শরিফুল ইসলাম, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিওর, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, টম ও’কনেল, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা