শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে বলে মন্তব্য করেছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম। তার মতে, আগুনটি ছয় তলা, নয় তলা এবং মাঝের বিভিন্ন জায়গায় একসঙ্গে লেগেছে, যা সাধারণত শর্ট সার্কিট থেকে ঘটে না। তিনি বলেন, “এভাবে একসঙ্গে বিভিন্ন স্থানে আগুন লাগা সম্ভবত পরিকল্পিত হতে পারে।”
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থলে নৌ-বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়।
এ সময় আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “যে জায়গাগুলোতে আগুন লেগেছে, সেগুলো সব পুড়ে গেছে। আমরা এখনো পুরোপুরি আইডেন্টিফাই করতে পারিনি, তবে শীঘ্রই এটি করব। আমাদের নৌ-বাহিনীর টিম এখানে কাজ করছে।”
শর্ট সার্কিটের আগুন এক জায়গা থেকে ছড়িয়ে পড়ে, কিন্তু এ ধরনের আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লাগা একটি অস্বাভাবিক ঘটনা, এমনটাই জানিয়েছেন তিনি।