সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
হাসিনা সরকারের পতনের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় উঠে আসে। বিমানবন্দরের সামনে বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের।
তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান। বৃহস্পতিবার সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আবু নাসের খান বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা, তা পরবর্তীতে নির্ধারণ করা হবে।”
তিনি আরও জানান, থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় ৯৮% শেষ হয়েছে, তবে উদ্বোধন হতে আরও ছয় মাস লাগবে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, এর আগে গত ১ সেপ্টেম্বর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানিয়েছিল।