মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতকে টপকে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি ঘোষণা, প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত-বাংলাদেশ বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারি মিঠুনের মাশরাফির রেকর্ড ভেঙে দিল কালো মানিক খ্যত জাকের আলি অনিক ভারতের ম্যাচ বয়কট উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও ভারতে কৃষকরা ক্ষেপে,ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও পেঁয়াজ-আলু রাস্তায় ফেলে পতিবাদ বিসিবির আড় বড় দায়িত্ব পাচ্ছেন ফাহিম বোর্ড মিটিং শেষে নতুন যে সব সিদ্ধান্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা ১১ কোটি টাকার বোলারকে হারিয়ে দিলেন জাকের আলি, শাহরুখ খানের মন্তব্য ‘পঞ্চপাণ্ডব’ এর চার ক্রিকেটারকে একসাথে দেখার শেষ সুযোগও দেখছেন ফারুক আহমেদ

যে কারনে ভারতে ১১ বাংলাদেশি আটক হল

আহমেদ তুহিন / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

অনুপ্রবেশের অভিযোগে ভারতের দুই রাজ্য থেকে ১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে ছয়জনকে তামিলনাড়ু এবং পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে এই খবর প্রকাশ করে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তামিলনাড়ু রাজ্যের তিরুপপুর জেলা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স শহরের একটি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে এবং এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। আটককৃতদের মধ্যে ছয়জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।

আটক হওয়া ছয়জনকে নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তামিলনাড়ুর মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল, যা দ্য হিন্দু জানায়। তারা নারায়ণগঞ্জের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ধনবীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রাগুল আমিন (৩০) ও শাভুমুন শেখ (৩৮)।

অন্যদিকে, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে মহারাষ্ট্রের পালঘার জেলা থেকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশের ইন্সপেক্টর সৌরভী পাওয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং সেল (এএইচটিসি) নালা সোপাড়ার একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন: আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিনমোহাম্মদ মণ্ডল (৫৬), মিরাজ সাহেব মণ্ডল (১৯), সাজাদ কাদির মণ্ডল (৪৫) ও সাহেব পঞ্চানন সরদার (৪৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *