মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিউইয়র্কে, বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময়, জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাক্ষাৎ হয়। এসময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এই সহায়তার ঘোষণা দেন।
অজয় বাঙ্গা জানান, নতুন ঋণের পরিমাণ কমপক্ষে ২ বিলিয়ন ডলার হবে, এবং আরও দেড় বিলিয়ন ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে।
বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সঙ্কট উত্তরণ, এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংস্কারে সহায়তা দিতে এই ঋণ দেবে।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা প্রার্থনা করেন এবং ঋণ কর্মসূচিতে উদ্ভাবনের আহ্বান জানান। তিনি বলেন, “দেশ পুনর্গঠনের জন্য এটি একটি বড় সুযোগ।”
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ ভারতের সাথে ভাগ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাতে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানও উপস্থিত ছিলেন।