শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ ঘটেছে, এতে তিন আইনজীবীসহ ছয়জন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষ থেকে আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন, তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। পরে, ধর্ষণ মামলার আসামি সবুজের পক্ষে জামিন আবেদনের প্রতিবাদ হিসেবে আদালত চত্বরে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্ররা প্রতিবাদ জানান। এ সময় ছাত্ররা আইনজীবীদের উপর হামলা চালালে প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল আওয়াল এবং শাহজাহান আলী আহত হন। একপর্যায়ে, আইনজীবীদের সহকারী ও বিক্ষুব্ধ জনতা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের জানান, আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার সবারই আছে এবং আইনজীবীর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্র নেতারা বলেন, ধর্ষণ মামলার আসামির পক্ষে দাঁড়ানো মানে ভুক্তভোগীর প্রতি অবিচার করা। তারা এর প্রতিবাদ জানাতে আদালতে এসেছিলেন।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।