মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
বয়স ৩৮। তার সমসাময়িক সবাই অবসর নিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ এখনও খেলছেন টি-টোয়েন্টি দলে। সম্প্রতি সাকিব আল হাসানের অবসরের পর পঞ্চপাণ্ডবের পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনিই শুধু নিজের জায়গা ধরে রেখেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, রিয়াদ আর কতদিন খেলবেন?
তবে সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন শুনে কিছুটা অসন্তোষ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর, তিনি বলেন, ‘ভাই কার সাথে কার তুলনা করছেন? রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ অনেক ম্যাচ হয়ত শেষ করে আসতে পারেননি।
কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে উনার অনেক অবদান আছে। শামীম তরুণ, খুবই ভালো করছে। কিন্তু এই জায়গায় এখনই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলকে ভালোভাবে সার্ভিস দিবে। রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেনি এটা আমার কাছে একদমই ম্যাটার করে না।’
টি-টোয়েন্টি দলে রিয়াদের ভবিষ্যৎ নিয়ে শান্ত দায় ছাড়ছেন নির্বাচকদের কাঁধে। তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়ত নির্বাচকদের সাথে কথাও বলবেন। আমি খুব একটা ক্লিয়ার না। অবশ্যই নির্বাচক ও বোর্ডের সাথে যোগাযোগ হবে।’
টি-টোয়েন্টি দলে রিয়াদের ভবিষ্যৎ নিয়ে শান্ত দায় ছাড়ছেন নির্বাচকদের কাঁধে। তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়ত নির্বাচকদের সাথে কথাও বলবেন। আমি খুব একটা ক্লিয়ার না। অবশ্যই নির্বাচক ও বোর্ডের সাথে যোগাযোগ হবে।’