মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
বিপিএলে সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে চলতি আসরে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকেই বড় হয়ে উঠেছে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয়। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার থাকা নিয়ে আছে অনিশ্চয়তা।
সাকিব আল হাসানের এমন জটিলতা নিয়ে আজ শনিবার মিরপুরে কথা বলেছেন রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। এর আগে বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তারাও।
পরে গণমাধ্যমের সামনে তানিম বলেন, ‘সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো নাকি না।’
শাহরিয়ার তানিমের ভাষ্য, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না।’
এরপরেই তিনি যোগ করেন সাকিবকে দলে চাইছে তার ফ্র্যাঞ্চাইজি, ‘ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ। ’