মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
বিপিএলের এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস, তার বদলে বিপিএল এ ফিরতে যাচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপের রাজশাহী !! এবার কুমিল্লার প্লেয়ারদের রিটেইন করার সুযোগ কুমিল্লার পরিবর্তে পাবে রাজশাহী । তবে যেহেতু ৩ টা নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন আসছে তাই কিছু পুরোনো ফ্র্যাঞ্চাইজি চাচ্ছে রিটেনসন করার অপশন না রেখে সব প্লেয়ারকে ড্রাফট এ উঠাতে।