বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
৪৩ বছর বয়সে আবারও দলের নেতৃত্বে ফিরবেন ধোনি এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আউট বিতর্ক নিয়ে ইমরুল কায়েসের বিস্ফোরক মন্তব্য মুহুতে ভাইরাল এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডে যে ১৪ নির্দেশনা দিল প্রকাশ্যে এলো নথি গাজায় হামলার জন্য ইসরাইলে রকেট ও বিস্ফোরক রপ্তানি করেছে ভারত ডুবন্ত টাইটানিক নিয়ে নতুন তথ্য প্রকাশ, জানলে আপনিও অবাক হবেন বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা বড় জয়ে দিয়ে বিশ্বকাপ এর প্রস্তুতি সারল বাংলাদেশ তাসকিনকে বাদ দিয়ে একাধিক নতুন মুখ নিয়ে দল ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১ম টি-টুয়েন্টি শুরু হতে যাচ্ছে ১৪ বছর ধরে অজানা এক স্টেডিয়ামে

আহমেদ তুহিন / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হয়েছে ১২টি। কিন্তু প্রথম হিসেবে সবসময়ই উচ্চারিত হবে শচীন টেন্ডুলকারের নাম। সঙ্গে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম। ২০১০ সালের ঐ ম্যাচের পর এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। টি টোয়েন্টির তাই প্রশ্নই নেই। বাংলাদেশকে দিয়ে ছোট ফরম্যাটে নাম লেখাতে চলেছে উত্তর প্রদেশের স্টেডিয়ামটি। যার আক্ষেপ শচীনকে ডাবল সেঞ্চুরির জন্য ঘোষিত দশ লাখ রুপি এখনও দিতে না পারা।

ভারতের তো বটেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার। বলা হতো শচীন রেকর্ডের পেছনে ছুটতেন না বরং রেকর্ড তাকে তাড়া করে বেড়াত। ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে লিটল মাস্টারকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। শচীন তেমনই এক ইতিহাস লিখেছিলেন গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে।

মাত্র ১৪৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন। ইনিংসের শেষ ওভারে চার্ল লেঙ্গেভেল্টের বলে সিঙ্গেল নিতেই উল্লাসে ফেটে পরে প্রায় ১৮ হাজার দর্শক। সেদিনের স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতির।

গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত মেহতা বলেন, আমি স্টেডিয়ামেই ছিলাম, পুরো গ্যালারি ভর্তি মানুষ ছিল এবং সবাই দাঁড়িয়েছিল তার সেঞ্চুরি উদযাপন করতে।

স্টেডিয়ামটি তার জৌলুস হারিয়েছে। বয়সভিত্তিক টুর্নামেন্ট আর ইরানি কাপের কিছু ম্যাচ ছাড়া খুব একটা ব্যস্ততা থাকে না। ২০১০ এর পর শচীন টেন্ডুলকারও কখনো রূপ সিং স্টেডিয়ামে পা রাখেননি। তাই গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট থেকে ঘোষিত ১০ লাখ টাকার চেকও তুলে দেয়া হয়নি কিংবদন্তির হাতে।

গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরও বলেন, এটা অনেক পুরোনো স্টেডিয়াম। অন্যান্য ভেন্যুর তুলনায় সুযোগ সুবিধাও কম। তাই এখন আর বেশি খেলা হয় না।

তবে গোয়ালিয়র এখনও শচীনকে ধারন করে। রূপ সিং স্টেডিয়ামের সব জায়গায় টেন্ডুলকারের স্মৃতি। শুধু তাই নয়, মাঠের অদূরে একটি রাস্তাও শচীনের নামে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *