মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশে চলমান বিক্ষোভে বেসামরিক মানুষের মৃত্যু, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এসব বিষয়ে কথা বলেন।
এক সাংবাদিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য তুলে ধরে প্রশ্ন করেন, “বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পরিকল্পনা অনুযায়ী হয়েছে, ঘটনাক্রমে নয়। শত শত মানুষের হত্যার জন্য যুক্তরাষ্ট্র কাকে দায়ী করবে?”
মিলার জবাবে বলেন, “সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং দমন-পীড়নের সময় যে বেসামরিক ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন। দায়ী ব্যক্তিদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ নিয়ে জানতে চাইলে মিলার জানান, এ বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছু জানেন না, তবে পরে তা জানাবেন।
এছাড়াও, বাংলাদেশে সাংবাদিকদের হেফাজতে রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা বাংলাদেশে এবং সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে চাই।”