মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
আ’য়না ঘর নিয়ে যে তথ্য দিলেন জামায়াত আমির চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা, এসেছে দুটি বড় চমক শেখ হাসিনা ও তার পরিবারের যার যার লেনদেনের নথি চেয়েছে নির্বাচন কমিশন ইসরায়েল এই প্রথম হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ১১.২ বল খেলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রংপুর ঢাকার পর সিলেটে বিপিএল মিউজিক ফেস্ট, মঞ্চ মাতাবেন যারা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত সাকিবকে ছাড়াও শক্তিশালী চিটাগং কিংস: অলরাউন্ডারদের উপরই পুরোপুরি নির্ভর রংপুরের বোলিং তোপে ফাইনালে মাত্র ৬২ রানেই শেষ ঢাকা মেট্রো  জেনেনিন পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনার ট্রেনের সময়সূচি ও ভাড়া

বাংলাদেশের বিপক্ষে টি-২০তে ভারত দলে পরিবর্তনের সম্ভাবনা, খেলাতে পারে ২য় সারির দল

আহমেদ তুহিন / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

ঋষভ পন্ত নেই; তো কী হয়েছে? তাঁর বদলি সাঞ্জু স্যামসন ও ঈশান কিষান তো আছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা ও যশস্বী জয়সোয়াল। আবার তাঁদের বিকল্প হতে পারেন রুতুরাজ গায়কোয়াড়–সাই সুদর্শনরা। ভারতীয় ক্রিকেটের পাইপলাইন এতটাই শক্তিশালী।

বাংলাদেশ বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাইপলাইনের একটা পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই); নাজমুল–মোস্তাফিজ–রিশাদদের বিপক্ষে খেলাতে পারে দ্বিতীয় সারির দল।

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর, শেষ ১২ অক্টোবর। এর ৩ দিন পর; অর্থাং ১৬ অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া অনেকটা প্রত্যাশিতই।

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হতে চলা কানপুর টেস্ট, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টসহ ভারত আগামী ৪ মাসে খেলবে ৯টি টেস্ট। সব কটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা তৃতীয় চক্রের ফাইনালে উঠতে এই ম্যাচগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট ধরলে ভারতের বাকি এখনো ৯ ম্যাচ, অস্ট্রেলিয়ার বাকি ৭টি। অর্থাৎ, কোনো টেস্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ভারতের। তাই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যশপ্রীত বুমরাকেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিতে পারে ভারত। তা ছাড়া ২০২৬ এশিয়া কাপের আগে এই সংস্করণের বড় কোনো আসর আপাতত নেই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গিল, জয়সোয়াল, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ঋষভ পন্তকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন সাই সুদর্শনের মতো তরুণ ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে থাকবেন সূর্যকুমার যাদবই, থাকবেন হার্দিক পান্ডিয়াও।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল খেলালেও এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ভারত। জিম্বাবুয়ের সফরে ৫ ম্যাচের সেই সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল গিলের নেতৃত্বাধীন দল।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জিম্বাবুয়ে সিরিজে খেলা বেশির ভাগ ক্রিকেটার বাংলাদেশ সিরিজেও সুযোগ পেতে পারেন। সে ক্ষেত্রে রিয়ান পরাগ, অভিষেক শর্মা, তুষার দেশপাণ্ডেদের বাংলাদেশের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *