সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে টাইগার সমর্থকদের দারুণ এক চমক দিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি সিরিজে সম্পূর্ণ নতুন এক জার্সিতে দেখা যাবে টাইগারদের। আজ শনিবার (৫ অক্টোবর) টাইগারদের নতুন টি-টোয়েন্টি জার্সি উন্মোচন করা হয়েছে। ভারতের বিপক্ষে এই নতুন জার্সি গায়েই মাঠে নামবে বাংলাদেশ।বরাবরের মতো জার্সিতে লাল-সবুজকেই প্রাধান্য দেয়া হয়েছে এবারও। জার্সির ওপরের অংশ লাল এবং নিচের দিকে সবুজ রাখা হয়েছে। বুকের কাছে ডান দিকে স্পন্সর ‘রবি’ এবং ডানে টাইগারদের লোগো। মাঝেও লোগোসহ বড় আকারে স্পন্সর রবির নাম লেখা। এর নিচে সাদা কালিতে বাংলাদেশ লেখা।
বাংলাদেশের নতুন জার্সির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ফেসবুকে নিজের পেজে জার্সি গায়ে ছবি শেয়ার করে দর্শকদের কাছে রেটিং জানতে চেয়েছেন তিনি। অধিকাংশ সমর্থকই টাইগারদের নতুন জার্সি পছন্দ করেছেন। তাসকিনের ছবিতে সমর্থকদের মন্তব্য দেখে তেমনটাই মনে করা হচ্ছে।
বাংলাদেশের জার্সিকে সমর্থক হিসেবে কত নম্বর দিচ্ছেন আপনি?