মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
প্রথমবার মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট গড়াতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে অভিষেক হতে পারে আইপিএলের গত আসরে গতির ঝড় তোলা পেসার মায়াঙ্ক যাদবকে। যাকে এক্স ফ্যাক্টর বলে উল্লেখ করেছেন স্বাগতিক অধিনায়ক। এ ছাড়া সূর্যকুমার ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে খেলানোর পরিকল্পনার কথাও জানান। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলদের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ওপেনিংয়ে পরিবর্তন আসবে সেটা আগেই অনুমেয় ছিল।
এ ছাড়া পিচ কেমন হতে পারে সেই ধারণাও মিলেছে সূর্যকুমারের কথায়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই সিরিজে ওপেন করতে চলেছেন সঞ্জু স্যামসন। উইকেট স্লো নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট ভালোই হয়। এখানকার পরিস্থিতি এবং পিচ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। শিশির নিয়েও ভাবনা রয়েছে আমাদের। মাঠে কি করণীয় সেটা আমরা জানি। যদি সবাই অবদান রাখতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা আশানুরূপ ফলাফলই পাব।’ স্যামসনের সঙ্গে ওপেনিংয়ে খেলার সম্ভাবনা বেশি আগ্রাসী ওপেনার অভিষেক শর্মার।