মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
সাকিবকে ধরে রাখতে চায় রংপুর রাইডারর্স। রংপুর ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার জানিয়েছেন, সাকিব বাংলাদেশের সব থেকে বড় প্লেয়ার,এটা নিয়ে কোনো ডাউট নেই।সাকিবে আমি চিনি একজন ক্রিকেটার হিসেবে,কোনো পলিটিশিয়ান হিসেবে না,তিনি কি ব্যবসা করেন তাও জানি না। সাকিবের ফিরে আসাই অনিশ্চিত, তবে তিনি খেলতে চাইলে দলে রাখা হবে তাকে।