শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ইমেইলের মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে, আর সহ-অধিনায়ক করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব, যিনি ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন, তবে এবার তিনি প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে ডাক পেয়েছেন।
ইনজুরির কারণে সিরিজে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, “বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন বর্তমানে পুনর্বাসনে আছেন, তাই সিরিজে তাকে পাওয়া যাবে না।” আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের কারণে লিটন দাস পুরো সিরিজে দলের সঙ্গে থাকছেন না।
এই গুরুত্বপূর্ণ সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ১১ এপ্রিল থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে। ডিপিএলে ১০ এপ্রিল নিজেদের খেলা শেষ করেই জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি ক্যাম্পে যোগ দেবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তখন শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়। এখন, সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যা ১-১ সমতায় শেষ হয়েছিল। এর আগে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মাঠে টেস্ট সিরিজে তামিম-সাকিব ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ এবং উভয় সিরিজেই পরাজিত হয়েছিল।
পরিসংখ্যান অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড ভালো। ২০২০ সালে ঘরের মাঠে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছিল টাইগাররা। সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ ২২০ রানের বিশাল জয় পেয়েছিল।
দুই দলের মধ্যে মোট ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল ২০১৮ সালে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।