মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
এটাই হতে পারে কিংবদন্তির শেষ টেস্ট ইনিংস। ৩১.৩ ওভারের নিজের ইনিংসের মাত্র ২য় বলেই সাকিব আউট। জাদেজার বলটি ঠিকঠাক রিড করতে পারেনি সাকিব। ফলে বলটা ঠেলে দেয় জাদেজার নিজের হাতেই। সাকিব হয় কট । সাকিবের গোল্ডন ডাক! যদি এটাই হয় সাকিবের শেষ টেস্ট ইনিংস তাহলে শেষটা ভালো হইলো কই?