সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ভারতকে টপকে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি ঘোষণা, প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত-বাংলাদেশ বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারি মিঠুনের মাশরাফির রেকর্ড ভেঙে দিল কালো মানিক খ্যত জাকের আলি অনিক ভারতের ম্যাচ বয়কট উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও ভারতে কৃষকরা ক্ষেপে,ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও পেঁয়াজ-আলু রাস্তায় ফেলে পতিবাদ বিসিবির আড় বড় দায়িত্ব পাচ্ছেন ফাহিম বোর্ড মিটিং শেষে নতুন যে সব সিদ্ধান্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা ১১ কোটি টাকার বোলারকে হারিয়ে দিলেন জাকের আলি, শাহরুখ খানের মন্তব্য ‘পঞ্চপাণ্ডব’ এর চার ক্রিকেটারকে একসাথে দেখার শেষ সুযোগও দেখছেন ফারুক আহমেদ

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, ধারেকাছেও নেই আর্জেন্টিনা

আহমেদ তুহিন / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

ছেলেদের ফুটবল বিশ্বকাপের মতোই ফুটসাল বিশ্বকাপেও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালে যাওয়া হয়নি তাদের। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে উজবেকিস্তানে এসে ব্রাজিল রীতিমতো উড়ছে। ফুটসাল বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ১৮ গোল দেয়ার পর রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষের জালে পুরেছে ৫ গোল।

শেষ ১৬-এর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামার আগেই ব্রাজিলের জন্য ছিল দুঃসংবাদ। দলের সেরা তারকা পিটোকে তারা মিস করেছিল মাংসপেশীর ইনজুরির কারণে। তবে সেটা ম্যাচে তাদের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি। ম্যাচের ৫ মিনিটেই লিড পেয়ে যায় তারা।

গোল করেন মার্সেল। এই গোলের মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন ফুটসাল জগতের এই তারকা। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে লিড করেন দ্বিগুণ। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ২৮ মিনিটে। আর নেগুইনহো পরে করেন জোড়া গোল।
এই ম্যাচের মধ্যে দিয়ে নিশ্চিত হলো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল

এদিকে আর্জেন্টিনার ফুটসাল জার্নি প্রথম থেকেই আশাণোরূপ ছিল না।

প্রথম ম্যাচে রাশিয়ার সাথে ১-১ এর সমতা এবং পরের ম্যাচে ব্রাজিলের সাথে ২-১ এর জয়ে কিছুটা স্বস্তিতে কাটাচ্ছিল আর্জেন্টাইন সমর্থকেরা।
ভরাডুবি শুরু হয় পরের তিন ম্যাচে। পর্তুগাল,স্পেন ও প্যারাগুয়ের সাথে ২-১,৩-০,৩-২ গোলে হেরে ফিফা ২০২৪ ফুটসাল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
বর্তমানে তারা আন্তর্জাতিক ফিফা ফুটসাল র‍্যাংকিং এ ৬ নাম্বারে অবস্থান করছে। যেখানে ব্রাজিলের র‍্যাংকিং এ ১ নাম্বারে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *