মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে। আর তা নিয়ে কানপুরে আগে থাকেই বিক্ষোভ এর ডাক দিয়ে আসছিলো বিশ্ব হিন্দু পরিষদ। টেস্ট চলাকালীন পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান।
গ্রিনপার্ক স্টেডিয়ামে যখন ভারত এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে, সেইসময় কানপুরের রাস্তায় বিক্ষোভে বিশ্ব হিন্দু পরিষদ।সেইসঙ্গে গ্রিনপার্ক স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি আক্রমণ হয়েছে টাইগার ফ্যান রবির উপরও ।
মূলগঞ্জ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা পদযাত্রা শুরু করেন। চলে আসেন সদ্ভাবনা চৌকির কাছে। সেখানে তাঁদের আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। লাঠিচার্জ করে পুলিশ। বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকদের বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপরে লাগামছাড়া অত্যাচার চলছে। আর যে দেশ হিন্দুদের প্রতি এরকম অমানবিক আচরণ করে, সেই দেশের সঙ্গে খেলার অর্থ হল যে সেখানে যা ঘটছে, সেটাকে এড়িয়ে যাওয়া । চোখ বন্ধ করে থাকা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা।আপাতত পুলিশের আয়ত্তেই আছে পরিস্থিতি।