বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
একসময় ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়ানো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন না। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকা এখন অবসর সময় উপভোগ করছেন। এই অবসরকালীন সময়টাতে স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে তিনি ভোলেননি তার ফুটবল যাত্রার সেরা মুহূর্তগুলো।
মেসির ফুটবল ক্যারিয়ারের স্মৃতিতে সেরা মুহূর্ত হিসেবে রয়েছে জাতীয় দলের প্রতি তার অবদান। মাত্র দুই বছর আগে, ডিসেম্বর মাসে, কাতারের রাজধানী দোহা শহরের লুসাইল স্টেডিয়ামে তিনি আর্জেন্টিনাকে এনে দেন বিশ্বকাপ শিরোপা। ৩৬ বছরের অপেক্ষার পর মেসির হাত ধরেই পূর্ণতা পায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। এসব স্মৃতি ধরে রাখতে তিনি নিজ জন্মভূমি রোজারিওতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন।
এই জাদুঘরে স্থান পেয়েছে তিনি যে জার্সিগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন। ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের সময়ে পরিহিত সব জার্সি নিয়ে তৈরি এই বিশেষ সংগ্রহশালার ছবি মেসি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
মেসির এই সংগ্রহশালায় মোট ২০টি জার্সি রয়েছে। প্রতিটি জার্সি ফ্রেমে বাঁধাই করা এবং সেখানে উল্লেখ করা হয়েছে প্রতিপক্ষের নাম ও ম্যাচের ফলাফল। এই জাদুঘর শুধু মেসির ফুটবল ক্যারিয়ারের স্মৃতিগুলিই নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।