মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। তবে বাংলাদেশকে দুই ম্য়াচের টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করার পরেই টেস্ট ক্রমতালিকায় হেরফের ঘটে গেল। অশ্বিনকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার এখন বুমরা। জানিয়ে দিল আইসিসি। এখন অশ্বিন বিশ্বের তিন নম্বর টেস্ট বোলার।
ভারতের তরুণ তু্র্কি যশস্বী জয়সওয়াল কানপুর টেস্টের সেরার পুরস্কার পেয়েছিলেন। দুই ইনিংসে তিনি করেছিলেন ৭২ ও ৫১ রান। আইসিসি ব্যাটারদের ব়্যাঙ্কিংয়েও তাঁর উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে তিনি পৌঁছে গিয়েছেন তিনে। বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে আশানুরূপ পারফর্ম করতে পারেননি। কিন্তু আইসিসি ব়্যাঙ্কিংয়ে তিনি বড় লাফ দিয়েছেন।
এদিকে বাংলাদেশের টেস্ট র্যাংকিং নিয়ে বরাবরই আশার আলো নিভতে দেখা গিয়েছে । সম্প্রতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে বোলিং এর দিক দিয়ে কিছুটা স্বস্তি পেলেও ব্যাটিং এ মোটেও ভালো করতে পারিনি টাইগারেরা।
আইসিসি সম্প্রতি সময়ে তাদের টেস্ট র্যাংকিং এর তালিকা প্রকাশ করেছে। তাতে বরাবরের মত অলরাউন্ডার র্যাংকিং এর টপে ছিলো বাংলাদেশের সাকিব আল হাসান।
তবে নতুন চমক ছিলো, আইসিসি টেস্ট র্যাংকিং এ অলরাউন্ডার সেকশনে উঠে এসেছে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ
বর্তমানে তিনি টেস্ট অলরাউন্ডার র্যাংকিং এ ৫ নম্বরে অবস্থান করছেন।