মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
সাউথ আফ্রিকা সিরিজের আগে বড় সুসংবাদ বাংলাদেশের, ভারত সফর থেকে ফিরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তবে সেই সিরিজের ভাবনাচিন্তা শুরুর আগেই টাইগারদের জন্য ছোট্ট এক সুখবর।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গার। এমনকি খেলতে পারছেন না আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি অংশেও।অনুশীলনে অস্বস্তি বোধ করলে বার্গারের স্ক্যান করানো হয়। সেখানে জানা গেছে, বার্গারের চোট মেরুদণ্ডের নিচের অংশে, যা পেসারদের জন্য খুবই স্পর্শকাতর।
পুনর্বাসনের জন্য আপাতত মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে তার পরিবর্তে এখনও নতুন কাউকে দলে ডাকেনি দক্ষিণ আফ্রিকা। তাই শক্তিশালি পেস-এট্যাক পাচ্ছে না প্রটিারা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রোটিয়ারা বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ম্যাথু ব্রিজকে এবারো আছেন দলে, যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও খেলার সুযোগ পাননি। সেনুরান মুথুসামি ২০২৩ সালের মার্চে শেষ টেস্ট খেলার পর প্রথমবারের মতো দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। ৩ টেস্ট খেলা এই অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৭ উইকেট ও ৫ হাজার রানের মালিক।কেশব মহারাজের সাথে মুথুসামি সামলাবেন স্পিন বিভাগ, যিনি ঢাকা টেস্টে হতে পারেন ভীষণ কার্যকরী। পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। বার্গার ছিটকে গেলেও দলে আছেন ডেন
প্যাটারসন ও উইয়ান মাল্ডার।দলের নেতৃত্বে আছেন যথারীতি টেম্বা বাভুমা। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশওয়েল প্রিন্স, যিনি আগে বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন।প্রায় ৩ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে ১৬ অক্টোবর। ১৭ অক্টোবর বিশ্রামের পর দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করবে ১৮ অক্টোবর।২০ অক্টোবর পর্যন্ত চলবে তিন দিনের অনুশীলন, এরপর ২১ অক্টোবর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।৫ দিনে ম্যাচ সম্পন্ন হলে দুই দলের চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে ২৬ অক্টোবর। সেখানে গিয়ে ২৭ ও ২৮ অক্টোবর প্রোটিয়ারা চট্টগ্রাম টেস্টের জন্য অনুশীলন করবে।২৯ অক্টোবর ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্গত।সিরিজ শেষে ৩ নভেম্বরই বাংলাদেশ ছেড়ে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।