বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
বাংলাদেশ দল কানপুরে যেতে না যেতেই এলো গোয়ালিয়রে অবরোধের ঘোষণা। কানপুর টেস্ট বানচাল করতে উঠেপড়ে লেগেছে ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা।
এবার তারা ১ম টি-টোয়েন্টির ভেন্যু গোয়ালিয়রে বন্ধ বা অবরোধ ডেকেছে। তাতে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে বিসিসিআইয়ের। এদিকে কানপুর টেস্ট সামনে রেখে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে প্রতিবাদীরা। এতে ফুল প্রুফ নিরাপত্তা নিশ্চিত করতে রাতদিন কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৬ অক্টোবর এই ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা টি-২০ সিরিজ। এদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর সেই টেস্টে ঝামেলা করার ব্যাপারে আগাম হুঁশিয়ারি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা।
সংগঠনটির দাবি, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা ভালো নেই। আর এর প্রতিবাদ হিসেবেই ভারত-বাংলাদেশ খেলা বাতিলের আহ্বান জানানো হচ্ছে। তা না হলে কানপুর টেস্টে ঝামেলা করার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
শুধু অখিল ভারত হিন্দু মহাসভাই নয়, ভারতের ধর্মভিত্তিক অনেক সংগঠনই বাংলাদেশের প্রতি অসন্তোষ থেকে বাংলাদেশ সিরিজ বাতিল করার জোরালো দাবি জানিয়েছে। যদিও বিসিসিআই সর্বোচ্চ গুরুত্বের সাথে বাংলাদেশ সিরিজ আয়োজন করছে, ইতোমধ্যে একটি টেস্টও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কানপুর টেস্টে যেকোনো ধরনের ঝামেলা এড়াতে ফুল প্রুফ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। প্রতিবাদীরা রাস্তায় আগুন জ্বালিয়ে নিজেদের অনড় অবস্থান প্রকাশ করলেও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োজিত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতের জন্য। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) হরিশ চন্দ্র বলেন, ‘কোনো ফাঁকফোকর যাতে না থাকে এজন্য আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।’