সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভারতকে টপকে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি ঘোষণা, প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত-বাংলাদেশ বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারি মিঠুনের মাশরাফির রেকর্ড ভেঙে দিল কালো মানিক খ্যত জাকের আলি অনিক ভারতের ম্যাচ বয়কট উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও ভারতে কৃষকরা ক্ষেপে,ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও পেঁয়াজ-আলু রাস্তায় ফেলে পতিবাদ বিসিবির আড় বড় দায়িত্ব পাচ্ছেন ফাহিম বোর্ড মিটিং শেষে নতুন যে সব সিদ্ধান্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা ১১ কোটি টাকার বোলারকে হারিয়ে দিলেন জাকের আলি, শাহরুখ খানের মন্তব্য ‘পঞ্চপাণ্ডব’ এর চার ক্রিকেটারকে একসাথে দেখার শেষ সুযোগও দেখছেন ফারুক আহমেদ

ব্যাট হাতে বিজয়ের ভিন্ন এক রূপ দেখলো ক্রিকেটবিশ্ব

আহমেদ তুহিন / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

ধারাভাষ্যকার বলে উঠলেন, কমেডি অব এররস। হাস্যকর ভুলে উইকেট হারিয়ে মাথা নিচু করে সাজঘরের পথে হাঁটছেন সাব্বির রহমান। হিরো হওয়ার সুবর্ণ সুযোগই হাতছাড়া করলেন, বলতে দ্বিধা নেই। এদিকে আরও একবার আস্থার প্রতিদান দিতে ব্যর্থ এনামুল হক বিজয়। ব্যাটে ধামাকা দেখাবেন এমন আসা ছিল লাখো বাঙালির মনে তবে ব্যাট হাতে চার ছক্কার ধামাকা নয় দেখালেন আউটের ধামাকা প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ৪ রান করার পর বিজয় এবার আউট ৫ রান। জিম-আফ্রো টি-টেন লিগে দুজনের দলই অবশ্য পেয়েছে জয়ের দেখা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে মলিন ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার।

আসরের সপ্তম ম্যাচে সাব্বিরের দল হারারে বোল্টস মুখোমুখি হয় জোবার্গ বাংলা টাইগার্সের। আগে ব্যাট করতে নেমে জোবার্গ জড়ো করে ৯০ রান। ১০ ওভারের ম্যাচে ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দলটি। সিকান্দার রাজা ৮ বলে ২০ রান করেন, যা দলকে লড়াই করার পুঁজি এনে দেয়। হারারের পক্ষে জিমি নিশাম একাই শিকার করেন তিনটি উইকেট।

জবাব দিতে নেমে হারারের শুরুটা ছিল নড়বড়ে। ২৩তম বলে দলীয় ২৭ রানে জর্জ মানসি দ্বিতীয় ব্যাটার হিসেবে বিদায় নিলে চাপে পড়ে যায় দল। নিশামও সুবিধা করতে পারেননি। সাব্বির ছিলেন না মূল একাদশে। তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে ব্যাটিংয়ে নামানো হয় ৬ নম্বরে, নিশামের বিদায়ের পর।

তবে হিরো হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সাব্বির। ৩ বলে ২ রান করে এবারো হন রানআউট। আফতাব আলমও ছিলেন নিস্প্রভ। তবে অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে নিশ্চিত করেন দলের জয়। বিধ্বংসী সেই ইনিংসে ছিল চারটি করে চার-ছক্কা।

এদিকে প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ৪ রান করার পর বিজয় এবার আউট ৫ রান করে। আসরের অষ্টম ম্যাচে তার দল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের প্রতিপক্ষ ছিল ডারবান উলভস। আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১১২ রান জড়ো করে ডারবান। যেখানে উইল স্মিদ ২৫ বলে ৫৫ ও মার্ক চ্যাপম্যান ২২ বলে ৩৮ রান করে ছিলেন অপরাজিত।

লক্ষ্য তাড়া করতে নেমে এদিন আর বিজয়কে ইনিংস সুচনার দায়িত্ব দেয়নি বুলওয়ে। তিনি ক্রিজে নামেন ২৮ রানে ২ উইকেট পতনের পর। তবে এবারো নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন। ৭ বলে মাত্র ৫ রান করে মোহাম্মদ ইরফানের বলে ক্যাচ তুলে দেন ইনোসেন্ট কাইয়ার হাতে। তবে বিপর্যয় সামলে নিক হবসনের ঝড়ো ব্যাটিংয়ে শেষপর্যন্ত জয়ের ধারায় ফিরে বুলওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *