মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
বৈভব সূর্যবংশীর বয়স সবে ১৩। কিশোর থাকা অবস্থাতেই তার ডাক পড়েছে যুবাদের দলে। ভারত অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়েছেন দারুণভাবে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের মোকাবেলা করে ৫৮ বলেই করেছেন সেঞ্চুরি, আউট হয়েছেন ৬২ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে। চেন্নাইয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে হাঁকিয়েছেন শতক।
আগে ব্যাট করতে নেমে ২৯৩ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়ার যুবারা। ইনিংস সূচনা করতে নেমে তাণ্ডব চালান ১৩ বছরের বৈভব। প্রথম দিন তিনি অপরাজিত ছিলেন ৮১ রান করে। দ্বিতীয় দিনেও দাপুটে ব্যাটিং অব্যহত রেখে তুলে নেন শতক। দলীয় ১৩৩ রানের মাথায় বৈভব রান আউট হলে ভেঙে যায় ওপেনিং জুটি। আর এ ১৩৩ রানের জুটির মাঝে ১০৪ রানই এসেছে বৈভবের ব্যাট থেকে। তার ইনিংসে ছিল ১৪ চার আর ৪ ছক্কার মার। যদিও দ্বিতীয় ইনিংসে ইনিংস লম্বা করতে পারেননি, আউট হয়েছেন ৩ বলে ১ রান করে।