বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে কি ভাবছে ইন্ডিয়া?
আগামী বছর পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু পাকিস্তানে গিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে ভারত সরকারের উপর। কানপুর টেস্ট চলাকালীন এহেন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি জানিয়েছে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
২০০৮ সালের এশিয়া কাপের পরে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি ভারতীয় দল। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাননি রোহিতরা। হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় গিয়ে টুর্নামেন্ট খেলেন। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু বোর্ড ভাইস প্রেসিডেন্ট সোমবার জানিয়ে দেন, ভারতের সেই টুর্নামেন্ট খেলতে যাওয়া নিয়ে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। যা ঠিক করার, করবে দেশের সরকার।