সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ব্যক্তিজীবনে দু’বার বিবাহিত। তাঁর প্রথম বিয়ে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে হয়, যা টেকেছিল ১০ বছর।
এরপর ২০১৮ সালে অপুকে ডিভোর্স দিয়ে শবনম বুবলীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেন শাকিব। তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি এবং কিছু বছরের মধ্যেই আলাদা হয়ে যান তারা।
বর্তমানে শাকিব খানকে একক পিতা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ অপু ও বুবলী দুজনেই তাঁর অতীত। যদিও তাঁর দুটি সংসারে দুটি সন্তান রয়েছে।
শাকিব খান সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর পরিবার চায় তিনি আবার বিয়ে করে সংসারী হন। তিনি বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। তবে আমি তাড়াহুড়ো করছি না। যদি আবার বিয়ের পরিকল্পনা হয়, সেটি অবশ্যই পারিবারিকভাবে হবে।”
এছাড়া, বাবা-মায়ের ইচ্ছার কথাও উল্লেখ করেন শাকিব। তিনি বলেন, “আমার বাবা-মায়ের বয়স হয়েছে, তারা চান আমি সংসারী হই।”
সাক্ষাৎকারে শাকিব তাঁর দুই সন্তান সম্পর্কে বলেন, “ওরা এখনো অনেক ছোট এবং লেখাপড়া করছে। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা কিছু করতে হয়, তা আমি করব।”